নিজস্ব প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পিএম
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির জনপ্রিয়তা বাড়ায় কয়েকটি স্বার্থান্বেষী রাজনৈতিক দল মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডার আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, নিজেদের দলে ৩০০ আসনে দাঁড় করানোর মতো জনপ্রিয় প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থীদের ‘গডফাদার’ আখ্যা দেওয়া হচ্ছে। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে ময়মনসিংহের হালুয়াঘাটের গারো পাহাড় ঘেষা গাবড়াখালি বাজারে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন প্রিন্স।
তিনি অভিযোগ করেন, নতুন গঠিত একটি ছোট রাজনৈতিক দল একজন ‘বেয়াদব লোককে’ সামনে এনে রাজনীতির মাঠে বিভ্রান্তি ও অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সক্ষমতা না থাকায় এসব দল ব্যক্তিগত আক্রমণ ও অসত্য অভিযোগের পথে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রিন্স আরও বলেন, ‘জনগণ বিএনপিকে চেনেন। দেশের গণঅভ্যুত্থান, জনগণের মালিকানা পুনরুদ্ধার ও জাতীয় প্রশ্নে আপসহীন ভূমিকার কারণে বিএনপি জনসমর্থিত দলে পরিণত হয়েছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে মিথ্যা অপপ্রচারে লিপ্ত দলগুলোকে জনগণই প্রত্যাখ্যান করবে।’
ধানের শীষে ভোট চেয়ে তিনি দলের ‘মহাপরিকল্পনা’ উপস্থিত জনতার সামনে তুলে ধরেন। তাঁর আহ্বান, প্রতিদ্বন্দ্বিতার সক্ষমতা হারানো দলগুলো যেন নেতিবাচক রাজনীতি বাদ দিয়ে ইতিবাচক রাজনীতি শেখে।
পথসভায় শত শত নারী–পুরুষ, তরুণ–তরুণী ও বিপুল সংখ্যক গারো জনগোষ্ঠীর অংশগ্রহণে সভাটি জনসমাবেশে পরিণত হয়। বিকেল থেকে তিনি সীমান্তঘেঁষা আরও পাঁচটি বাজারে পথসভা করেন। সেখানে তিনি বলেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সীমান্তে ভারতীয় বাহিনীর নজরদারির নামে বাংলাদেশের নাগরিকদের হয়রানি, গুলি ও হত্যা বন্ধে আগামী বিএনপি সরকার কার্যকর ব্যবস্থা নেবে।
এর আগে দুপুরে তিনি নড়াইল ইউনিয়নের কিসমত নড়াইল ও কান্দাপাড়া এলাকায় আরও দুটি পথসভায় বক্তব্য দেন।
পথসভাগুলোতে বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গোলাম আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা জাহেদ আলী, বিএনপি নেতা অধ্যাপক মোফাজ্জল হোসেন, অধ্যক্ষ আশরাফ হোসেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কেন্দ্রীয় নেতা সুভ্রত রেমা, যুবদল নেতা তারিকুল ইসলাম চঞ্চল, আসাদুজ্জামান আসিফ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্যসচিব সুরুজ্জামান সাগর, নড়াইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দুজ্জামান, সদস্যসচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক সুলতান উদ্দিন, নথনীয় রেমা টন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন।
এআর