images

রাজনীতি

খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার অভিভাবক: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ পিএম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর কেআইবি মিলনায়তনে বিএনপি আয়োজিত যুবদলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার পরিকল্পনা বিষয়ক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, ‘খালেদা জিয়া প্রমাণ করেছেন তিনি দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক। অতীতেও কোনো নেতাকে নিয়ে এত ব্যাপকভাবে দোয়ার আয়োজন দেখা যায়নি। সর্বত্র মানুষ তার সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন। সৃষ্টিকর্তার কাছে সবার একটাই চাওয়া-তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।’

বিএনপির এ নেতা বলেন, ‘দেশের জন্য এ মুহূর্তে খালেদা জিয়া অত্যন্ত প্রয়োজনীয় একজন নেতা। তিনি শুধু একজন শিক্ষিত অভিভাবক নন, বরং সকল দলের কাছেই স্বীকৃত একজন তুলনাহীন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।’

তিনি বলেন, ‘তারেক রহমান খুব শিগগির দেশে ফিরে এসে দেশের মানুষের হাল ধরবেন। নতুন চিন্তা–চেতনা ও নেতৃত্বের মাধ্যমে তারেক রহমান দেশের মানুষকে আরও সামনে এগিয়ে নেবেন বলে তিনি বিশ্বাস করেন।’

মির্জা আব্বাস আরও বলেন, ‘যারা সংস্কারের কথা বলেন, তারা প্রকৃত অর্থে সংস্কার কী তা বোঝেন না। তাদের কাছে সংস্কার মানে কেবল ক্ষমতায় যাওয়ার পথ খোঁজা।’

এএইচ/এমআই