images

রাজনীতি

খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ারে ডা. জুবাইদা

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ার হাসপাতালে এসেছেন তার পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালে আসেন তিনি। এসময় খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরা তার নিরাপত্তা নিশ্চিত করেন।

এদিকে দুপুরের পর থেকে তেমন কোনো নেতাকর্মীকে হাসপাতালের সামনে ভিড় করতে দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা সেখানে উপস্থিত রয়েছেন।

গত ২৩ নভেম্বরের থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। 

J2
খালেদা জিয়ার সঙ্গে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।

বর্তমানে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড়ভাবে চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে রোববার বিএনপি চেয়ারপারসনের সিটিস্ক্যান করা হয়। সেটির রিপোর্ট স্বাভাবিক বলে জানায় মেডিকেল বোর্ড। এদিন রাতে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানানো হয়। 

মেডিকেল বোর্ড জানায়, বেগম জিয়া আগের চেয়ে সুস্থ আছেন। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে সেগুলোর রেজাল্টও ভালো এসেছে।
 
মেডিকেল বোর্ড থেকে আরও জানানো হয়, বেগম জিয়া এখন কিছুটা কথা বলার চেষ্টা করছেন। দুই পুত্রবধূ, ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।
 
৮০ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

এসএইচ/এএইচ