images

রাজনীতি

খালেদা জিয়াকে ‘জাতির মা’ বলায় জমিয়ত নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে বিএনপি নেত্রীকে বারবার ‘জাতির মা’, ’১৮ কোটি মানুষের মা’ সম্বোধন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা মনির হোসাইন কাসেমী। নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি থেকে ছাড় পাওয়ার তালিকায় থাকা জমিয়তের এই নেতা আগেও বিভিন্ন সময় বিএনপির প্রতি মুগ্ধতা প্রকাশ করে নানা বক্তব্য দিয়ে নিজ দলসহ অন্যান্য দলের কর্মীদের কাছে সমালোচিত হন। এবার তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম।

সোমবার (৮ ডিসেম্বর) জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী দলের যুগ্ম মহাসচিব মাওলানা মনির হোসাইন কাসেমীকে শোকজ নোটিশ পাঠান।

শোকজ নোটিশে বলা হয়, জনাব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সিদ্ধান্তের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, বিগত কয়েক মাসে বিভিন্ন সময়ে আপনার আপত্তিকর কিছু বক্তব্য ও কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি সন্দেহাতীতভাবে ক্ষুণ্ন হয়েছে এবং সেগুলো দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিলও বটে। ইতিপূর্বে প্রাথমিকভাবে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়ায় মৌখিকভাবে আপনাকে সতর্কও করা হয়েছে, কিন্তু আপনার বক্তব্য ও কর্মকাণ্ডে সংশোধন পরিলক্ষিত হয়নি, বরং পূর্বের ন্যায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন বক্তব্য আপনি দিয়েই যাচ্ছেন।

আরও পড়ুন

‘দেশপ্রেমিক ও সাহসী ঈমানদার নারী’ খালেদার জন্য দোয়ার আহ্বান হেফাজতের

ইসলামি দলগুলোর নির্বাচনি ঐক্য–আসন ভাগাভাগি নিয়ে তৎপরতা

নোটিশে আরও বলা হয়, এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না? এ ব্যাপারে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলো। এই নোটিশ প্রাপ্তির তারিখ হতে পরবর্তী ১০ দিনের মধ্যে আপনি দলের সভাপতি বরাবর জবাব দাখিল করবেন। এই সময়ের মধ্যে আপনার পক্ষ থেকে জবাব পাওয়া না গেলে কিংবা আপনার জবাবে দল সন্তুষ্ট না হলে পরবর্তীতে আপনার বিরুদ্ধে যেকোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

প্রসঙ্গত, ইসলামি দলগুলোর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম এখনো বিএনপির মিত্র হিসেবে রয়েছে। দলটি আগামী নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে চায়। বিএনপি তাদের মিত্রদের যে কয়টি আসনে ছাড় দিতে পারে বলে আলোচনা আছে সেখানে জমিয়ততে অন্তত চারটি আসনে ছাড় দেবে বলে সূত্রে জানা গেছে। সেই চারটি আসনের একটি নারায়ণগঞ্জ-৪। এই আসনে জমিয়তের প্রার্থী মাওলানা মনির হোসাইন কাসেমী। তিনি ২০১৮ সালেও বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।

জেবি