images

রাজনীতি

আবারও এভারকেয়ারে জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে আবারও এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার রাত ৮টা ২২ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।

এর আগে শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জুবাইদা রহমান। গত বৃহস্পতিবার বিকেলে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

দেশে পৌঁছে সকাল ১১টা ৫৪ মিনিটে জুবাইদা রহমান প্রথমবারের মতো হাসপাতালে খালেদা জিয়ার খোঁজখবর নেন। পরে রাতেও তিনি আবার হাসপাতালে আসেন শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নিতে।