নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পিএম
আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমান এক নন বলে মন্তব্য করেছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সামনে তিনি এ মন্তব্য করেন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘কিন্তু আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমান এক নন। আগে আমরা দেখেছি তিনি নিজেই একটা গাড়ি নিয়ে ঘুরেছেন কিন্তু এখন অনেক কিছু চিন্তাভাবনা করে পথ চলতে হবে।’
আরও পড়ুন: কবে ফিরবেন তারেক রহমান, কী জানা যাচ্ছে?
খালেদা জিয়াকে বিদেশ নিতে বিলম্ব হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘লিখিতভাবে ডাক্তার জাহিদ আছে-উনাকেই এটা শুধু বলার পারমিশন দেওয়া হয়েছে পার্টি থেকে। আমি যতদূর জানি, যান্ত্রিক ত্রুটির জন্য দেরি হচ্ছে। এটার আপডেট এখনো পাওয়া যায়নি। তবে আমরা হয়তো পার্টিগতভাবে এটা চালাচালি করছি, ফোন দেওয়া-নেওয়া হচ্ছে।’
তিনি বলেন, ‘এখন যদি অন্য কোনো বিকল্প ব্যবস্থা করা যায়, সেটা চিন্তা করা হচ্ছে। একজন মুমূর্ষু রোগীকে কেউ দীর্ঘ সময় রাখতে চাইবে না। উনাকে যত দ্রুত নেওয়ার চেষ্টা করা হবে। যদি ওটা বিলম্ব হয়, যদি বিকল্প কোনো ব্যবস্থা থাকে-সেটার কথা ভাবা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এখনো তেমন কোনো পরিকল্পনা নাই, যখন দেখবো ইয়ার অ্যাম্বুলেন্স রওয়ানা দিয়েছে তখন থেকে পরিকল্পনা সাজাবো। তবে প্রাথমিক সকল পরিকল্পনা আছে।’
এএইচ/এমআই