জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আজ আসার কথা থাকলেও সেটি পৌঁছাবে শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে। খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রোববার (০৭ ডিসেম্বর) সকালে লন্ডনযাত্রা করবেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রীকে নেওয়ার আগে বিশেষ বিমানটি প্রায় ১২ ঘণ্টা ঢাকায় অবস্থান করবে—শনিবার বিকেল থেকে রোববার সকাল পর্যন্ত।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে।
হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক রাগিব সামাদ ঢাকা মেইলকে বলেন, আমরা শুনেছি শনিবার আসবে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। আর আজ যান্ত্রিক ত্রুটির কারণে আসতে পারছে কিনা সেটাও আমাদের কিছু জানানো হয়নি।
অন্য একটি সূত্র জানিয়েছে, কাতার সরকার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সংক্রান্ত একটি চিঠি দিয়ে জানিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, খালেদা জিয়াকে নিতে আসা এয়ার এ্যাম্বুলেন্সটি শনিবার বিকেলে ঢাকায় ল্যান্ড করবে। এরপর সেটি বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত থাকবে। তারপর খালেদাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। তবে এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে এখনো কোনো চিঠি দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাত থেকে খবর ছড়িয়ে পড়ে খালেদা জিয়ার চিকিৎসায় তাকে লন্ডনে নিতে কাতার সরকারের পক্ষ থেকে পাঠানো হচ্ছে একটি এয়ার এ্যাম্বুলেন্স। সেটি শুক্রবার ভোরে ঢাকায় পৌছাবে। কিন্তু ঢাকা মেইলের পক্ষ থেকে রাতেই বেবিচক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছিল, এ বিষয়ে কোনো চিঠি পায়নি। এমনকি তারা বিষয়টি জানেও না।
এদিকে শুক্রবার (০৫ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।
তিনি বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।
এমআইকে/এএস