images

রাজনীতি

ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

এর আগে লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময় রাত ১২টা) পর বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন জুবাইদা।

চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন।

জানা গেছে, বিমানবন্দর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন।

কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে।

খালেদা জিয়া ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, যা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন।

/এএস