images

রাজনীতি

শনিবার আসবে এয়ার অ্যাম্বুলেন্স, পিছিয়ে গেল খালেদা জিয়ার লন্ডনযাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম

কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।

তিনি বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।

এর আগে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শাইরুল কবির খান জানান, কারিগরি সমস্যার কারণে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্সটির উড্ডয়নে দেরি হচ্ছে। টেকনিশিয়ানরা কাজ করছেন। দ্রুত এটি কাতার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। উড্ডয়ন হলে আমাদের জানানো হবে।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান শাশুড়ি খালেদা জিয়াকে লন্ডনে নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বাসসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জুবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে।

বিইউ/এএস