নিজস্ব প্রতিবেদক
০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ এএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন।
লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময় রাত ১২টা) পর বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে বাংলাদেশে পৌঁছার কথা রয়েছে তারেক রহমানের স্ত্রীর। দেশের পৌঁছানোর পর তিনি সরাসরি ঢাকার এভারকেয়ার হাসপাতাল গিয়ে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।
এর আগে শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানিয়েছেন, জুবাইদা রহমান শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর চেষ্টা করবেন, যাতে খালেদা জিয়াকে কাতারের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়ার সময় পাশে থাকতে পারেন।
খালেদা জিয়া ১২ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে, যা নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন।
এমআর