জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
আসন ছাড় দিয়ে বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সঙ্গে বেঈমানি করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বৃহস্পতিবার (৪ডিসেম্বর) নয়াপল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ও ঝালকাঠি আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন ইরান। বিএনপি তাকে এ দুটি আসন ছাড়তে পারে- এমন আলোচনা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিএনপি ঝালকাঠির আসনে তাদের নিজেদের প্রার্থী দিয়েছে।
এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ইরান বলেন, ‘বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সঙ্গে স্পষ্ট বেঈমানি করেছে। বিগত ১৭ বছর ধরে বাংলাদেশ লেবার পার্টি বিএনপির নেতৃত্বে রাজপথে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ, সক্রিয় ও ত্যাগী ভূমিকা পালন করেছে। কিন্তু আজ ঐক্যবদ্ধ সংগ্রামের শরিকদের পাশ কাটিয়ে এককভাবে প্রার্থী ঘোষণা করা ইতিহাসের মীর জাফর চরিত্রের বিকৃত পুনরাবৃত্তি ছাড়া আর কিছুই নয়।’
তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় স্বার্থে আমরা সবসময় ঐক্যের রাজনীতি করেছি। কিন্তু শরিকদের সঙ্গে পরামর্শ না করে, ত্যাগী নেতৃত্বকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া রাজনৈতিক নৈতিকতা, আস্থার রাজনীতি ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।’
ইরান অভিযোগ করেন, জনগণের আন্দোলনে প্রাণ দেওয়া, জেল-জুলুম সহ্য করা এবং রাজপথে নানা ত্যাগের পরও শরিকদের প্রতি বিএনপির এই আচরণ দুঃখজনক ও বিভ্রান্তিকর।
তিনি বিএনপির প্রতি আহ্বান জানান, অবিলম্বে শরিকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করে যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থী ঘোষণার মাধ্যমে জাতীয় ঐক্যের পথকে সুদৃঢ় করতে হবে। অন্যথায় গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এবং চক্রান্তকারীরা সুযোগ পাবে।
শুক্রবার জাতীয় নির্বাহী কমিটির বৈঠক
সাংবাদিক সম্মেলনে ইরান জানান, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং বিএনপির সঙ্গে বর্তমান অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
বৈঠক শেষে সিদ্ধান্তগুলো সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও উল্লেখ করেন লেবার পার্টির চেয়ারম্যান।
বিইউ/এএইচ