নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৯ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে এ নিয়ে বিএনপির কোনো দুশ্চিন্তা নাই বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এসময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হওয়া নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা-জানতে চাইলে তিনি বলেন, কোনো সংকট নেই। এটা নিয়ে বিশেষ আলোচনা করার কিছু নেই। উনি বাংলাদেশের নাগরিক। ভোটার তালিকায় নাম না থাকলে, নাম উঠানোর জন্য সময় পার হয়ে যায়নি। কমিশন চাইলে যখন চায় তখনই পারে। আমাদের দুশ্চিন্তা নেই।
ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ (ক) ধারা অনুযায়ী, কমিশন যেকোনো সময় ভোটার তালিকায় যেকোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার আদেশ দিতে পারবে।
২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়।
তারেক রহমানের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০০৮ সালের ২৯ নভেম্বর ক্যান্টনমেন্টের ঠিকানায় ভোটার হয়েছেন।
২০০৮ সালে সপরিবারে লন্ডন যাওয়া পর আর ফেরেননি তারেক; তিনি বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানও হন। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এমএইচএইচ/ এফএ