images

রাজনীতি

বিএনপিতে যোগ দিয়েই ধানের শীষ পেলেন রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ পিএম

দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিতে যোগ দেওয়ার চার দিনের মাথায় ধানের শীষ পেয়ে গেলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আগামী নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে তাকে প্রার্থী করেছে দলটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে রেজা কিবরিয়ার নাম ঘোষণা করা হয়। 

এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন এই রাজনীতিক। তাকে দলে স্বাগত জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমেদ। 

সেসময় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রেজা কিবরিয়া সাংবাদিকদের জানান, তিনি হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষের প্রার্থী হতে চান। চার দিনের মাথায় তার সেই ইচ্ছা পূরণ করল বিএনপি। 

এর আগে গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে সময় হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়। 

Untitled_2
গত ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন রেজা কিবরিয়া।

ঠিক এক মাসের মাথায় আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি। তাতে কপাল খুলল রেজা কিবরিয়ার। 

সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা প্রথমে আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ২০০৭ সালে নাগরিক শক্তি দলে যোগ দিতে তিনি ড. ইউনূসের সঙ্গে যোগাযোগ করেন। ২০১৮ সালে চাকরি ছেড়ে দেশে ফিরে গণফোরামে যোগ দেওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়।

গণফোরামে যোগদানের পর রেজা কিবরিয়াকে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য করা হয়। গণফোরাম থেকে ২০১৮ সালে হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করে তিনি হেরে যান। এরপর তাকে গণফোরামের সাধারণ সম্পাদক করা হলে এ নিয়ে দলে বিতর্ক ও সংঘর্ষ সৃষ্টি হয়। 

২০২১ সালের ফেব্রুয়ারিতে গণফোরাম ত্যাগ করেন রেজা কিবরিয়া। একই বছরের ২৬ অক্টোবর তিনি গণঅধিকার পরিষদের আহ্বায়ক হন। তবে নানা বিতর্ক ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ৩ জানুয়ারি গণঅধিকার পরিষদ ছাড়েন রেজা কিবরিয়া।

এরপর গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এই রাজনীতিক জানান, তিনি ত্রয়োদশ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপিতে যোগ দিয়েই তার সেই ইচ্ছা পূরণ হলো। 

এএইচ