images

রাজনীতি

লন্ডনের যে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পিএম

সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার সকালের মধ্যেই লন্ডন নেওয়া হবে। দেশটিতে নেওয়ার পর বিএনপি প্রধানকে লন্ডনের টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত যুক্তরাজ্যের অন্যতম বৃহত্তম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান লন্ডন ব্রিজ হাসপাতালে ভর্তি করা হবে।

আধুনিক চিকিৎসা সুবিধা ও আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসকের জন্য সুপরিচিত হাসপাতালটি এইচসিএ হেলথকেয়ারের মালিকানাধীন।

হাসপাতালটি কার্ডিয়াক, ক্যানসার, অর্থোপেডিক, স্নায়ুরোগ, কিডনি চিকিৎসাসহ বিভিন্ন জটিল রোগের উন্নত সেবা দিয়ে থাকে। এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থাপনা এবং বিশেষায়িত ক্লিনিক।

বিশাল এই হাসপাতালটিতে ১৬০টিরও বেশি শয্যা, ২২টি আইসিইউ শয্যা এবং ১০টি অপারেটিং থিয়েটার রয়েছে।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বিএনপি প্রধানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে সংকটাপন্ন অবস্থায় (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে। আগামীকাল শুক্রবার সকালের মধ্যেই তাকে লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের ডা. জাহিদ বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের ভেতর ও বাইরের বেশ কয়েকজন চিকিৎসক তার সঙ্গে যাবেন।’

এমআর