images

রাজনীতি

সকালের মধ্যেই লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে, সঙ্গে যাবেন যারা

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুক্রবার সকালের মধ্যেই লন্ডন নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, ‘দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে বেগম জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের ভেতর ও বাইরের বেশ কয়েকজন চিকিৎসক তার সঙ্গে যাবেন।’

দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার পরিবার থেকেও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। পাশাপাশি ঢাকাস্থ বিভিন্ন দূতাবাসের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে, তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় আসছেন।

খালেদা জিয়ার সঙ্গে যাবেন যারা

খালেদা জিয়ার সঙ্গে ৬ চিকিৎসকসহ মোট ১৪ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন- খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সায়েদা শর্মিলা রহমান, বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন। সফরসঙ্গীদের দলে আরও থাকবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রূপা শিকদার।

গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে বিএনপি প্রধানকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। ৮০ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

এএইচ/এমআর