images

রাজনীতি

ভূমিকম্পে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা ভেঙেছে ছাত্রদল নেতা হামিমের

জ্যেষ্ঠ প্রতিবেদক

২১ নভেম্বর ২০২৫, ০৩:০১ পিএম

রাজধানীতে অনুভূত শক্তিশালী ভূমিকম্পের সময় সিঁড়ি থেকে নামতে গিয়ে পা ভেঙে গেছে শেখ তানভীর বারী হামিমের। শুক্রবার (২১ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানান। 

হামিম লিখেন, ‘সকলে দুআ করবেন। সিঁড়ি থেকে নামতে যেয়ে পা ভেঙে গেছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।’

এদিকে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। তারা আলাদা ভবন থেকে দ্রুত নিচে নামতে গিয়ে পড়ে গিয়ে আহত হন বলে জানা গেছে।

শুক্রবার মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীর পায়ে গুরুতর আঘাতের আশঙ্কা রয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া হাজী মুহম্মদ মুহসীন হলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮ ব্যাচের শিক্ষার্থী তানজীর আহমেদ এবং একই শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের আরেক শিক্ষার্থীও আহত হয়েছেন।

ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ভবনের দেয়াল ও পলেস্তারা খসে পড়ে। স্যার এ এফ রহমান হলের একটি কক্ষে জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। হাজী মুহম্মদ মুহসীন হল, কবি জসীমউদ্দিন হল, স্যার এ এফ রহমান হল, মোকাররম ভবন, শেখ ফজলুল হক হল এবং শামসুন্নাহার হলের একটি ভবনে ফাটল দেখা যাওয়ার খবর পাওয়া গেছে। 

এসময় বিভিন্ন হলের শিক্ষার্থীরা দ্রুত নিচে নেমে আসে এবং ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭ এবং উপকেন্দ্র ছিল ঢাকার কাছাকাছি এলাকায়।

টিএই/এএস