নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
বিএনপি ক্ষমতায় গেলে আগামীতে এ দেশে সব ধর্ম ও গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে বলে আশ্বস্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।’
শনিবার (৮ নভেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের উদ্যোগে হিন্দু প্রতিনিধিদের সম্মেলনে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশকে সেইভাবে গড়ে তুলতে চাই, যেখানে সব ধর্মের সব গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। আমি একটা কথা বলতে চাই, এদেশটা আপনার, এই মাটি আপনার। একাত্তর সালে যখন আমরা যুদ্ধ করি, আমাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, পাহাড়ি- সবাই একসঙ্গে দেশকে স্বাধীন করতে লড়াই করেছিলাম। আজকে আবার সেই মন্ত্রে উদীপ্ত হয়ে আসুন সবাই সব মানুষের বসবাস উপযোগী দেশে রুপান্তরিত করতে এক হই।’
অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি তারেক রহমান যুক্ত হলে মিলনায়তনে হিন্দু সম্প্রদায়ে সদস্যরা উলু ধবনি দিয়ে স্বাগত জানান। এই সময়ে তারেক রহমান হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন।
মির্জা ফখরুল বলেন, ‘আজকে অনেকে দূর-দূরান্ত থেকে মানুষ এসেছে। তাদের একটা আশা সামনে আছে। সেই আশাটা হচ্ছে কী যে, আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই।’
তিনি বলেন, ‘আসুন আমরা সবাই বিএনপিকে বিজয়ী করি। আপনাদের দাবি-দাওয়া পূরণ তখনই সম্ভব হবে, যখন আপনারা আমাদের নেতাকে রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দেবেন। আপনারা আজকে কী আমাদেরকে কথা দিচ্ছেন।’
এ সময়ে হিন্দু সম্প্রদায়ের উপস্থিত অতিথিরা ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে বিএনপি মহাসচিব শ্লোগান ধরেন, ‘হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষের ভোট চাই, মতুয়া মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই।’
অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘মুসলমানদের দল তো বিএনপি না। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল ধর্মের সমঅধিকার নিয়ে দল, নো সংখ্যালঘু, নো সংখ্যাগুরু। সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার। সেটাকে ভিত্তি ধরে আমরা আত্বীয়তা করতে চাই। কিন্তু আত্মীয়তার বেশিদিন টিকে থাকে না।’
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান কমপক্ষে ১০টা হিন্দু সমাবেশ করছেন। একটায় আমি নিজে ছিলাম, উনার সঙ্গে ঘুরেছি, দেখছি, ভালো আগ্রহ দেখেছি।’
তার মতে, ‘ভগবানের সৃষ্টি কোনো মানুষ ছোট না, বড়ও না, মধ্যও না। অথবা যাদেরকে আপনারা নিকৃষ্ট মনে করেন, তারা ভগবানের মূল আদর্শটা জানে না।’
মতুয়া বহুজন ঐক্যজোটের আহ্বায়ক সোমনাথ দে’র সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকুও বক্তব্য দেন।
এএইচ