images

রাজনীতি

বিএনপির ব্যালটযুদ্ধে নামছেন সাবেক তিন রাজনীতিবিদের স্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৫, ১১:০৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপাতত ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে সাবেক মন্ত্রী, এমপির পাশাপাশি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা প্রার্থী হয়েছেন। এর মধ্যে নতুন প্রার্থী ৮১ জন। নারী প্রার্থী করা হয়েছে ১০ জনকে। এদের মধ্যে তিনজন আছেন যারা সাবেক তিন রাজনৈতিক নেতার স্ত্রী। একজন সাবেক এমপি, আরেকজন সাবেক উপজেলা চেয়ারম্যান। অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চাকরি ছেড়ে স্বামীর অবর্তমানে রাজনীতিতে নেমেছেন।

সোমবার (০৩ নভেম্বর) ঘোষিত বিএনপির তালিকায় দেখা গেছে, ঝালকাঠি-২ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যশোর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে যশোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা সুলতানাকে। সিলেট-২ আসনে প্রার্থী করা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হন বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদেও সদস্য।

বিএনপি ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকার ১০ নারীর পাঁচজনের বাবা দলের সাবেক অথবা বর্তমান নেতা। তারা হলেন ফরিদপুর-২ আসনে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের মেয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ আহমেদ, মানিকগঞ্জ-৩ আসনে সাবেক সংসদ সদস্য প্রয়াত হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, শেরপুর-১ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলীর মেয়ে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন এবং নাটোর-১ আসনের সংসদ সদস্য প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল।

আর নেতার স্ত্রীদের মধ্যে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে তাহসিনা রুশদীর লুনা স্থানীয় রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতিতেও বেশ সরব ছিলেন এতদিন। একসময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন তিনি।

২০১২ সালে আওয়ামী লীগ সরকারের সময় ২০১২ সালে গুমের শিকার হন বিএনপির সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী। এখনো তার কোনো সন্ধান মেলেনি। তার গুমের প্রতিবাদে বিএনপি নানা কর্মসূচি পালন করেছে।

স্বামীর সন্ধানে রাজপথে লড়াই করতে করতে একসময় রাজনীতিতে সক্রিয় হন স্ত্রী তাহসিনা রুশদীর। একপর্যায়ে হন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। এবার তাকে সিলেট-২ আসনে প্রার্থী করা হয়েছে।

এদিকে যশোর-২ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে যশোর জেলা বিএনপির সাবেক অর্থবিষয়ক সম্পাদক প্রয়াত নাজমুল ইসলামের স্ত্রী সাবিরা সুলতানাকে। ২০১১ সালে ঢাকায় অপহরণ হওয়ার পর নাজমুলের লাশ মিলেছিল গাজীপুরে। এরপর রাজনীতিতে সক্রিয় হন সাবিরা সুলতানা। তিনি কেন্দ্রীয় বিএনপির সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

নাজমুল ইসলামের অপহরণ এবং পরবর্তীতে তার লাশ উদ্ধারের ঘটনা নিয়ে আন্দোলন কর্মসূচি বেশ জোরালো হয়েছিল আওয়ামী লীগ আমলে।

ঝালকাঠি-২ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাঁর স্বামী প্রয়াত জুলফিকার আলী ভুট্টো ছিলেন একই আসনের সাবেক সংসদ সদস্য। জাতীয় পার্টি থেকে নির্বাচন করেছিলেন তিনি। তিনি হত্যার শিকার হওয়ার পর তাঁর স্ত্রী ইলেন ২০০০ সালের উপনির্বাচনে সংসদ সদস্য হন। এরপর তিনি ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হন।

 বিইউ/ক.ম