নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম
চট্টগ্রাম বিভাগের ১০টি জেলায় মোট ৫৬টি আসনের মধ্যে ৪৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। অন্যদিকে ১০ জেলার মোট ১১টি আসনে কাউকে প্রার্থী হিসেবে ঘোষণা করেনি দলটি।
দেখে নিন কোন কোন আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি:
চট্টগ্রাম:
চট্টগ্রাম-১ নুরুল আমিন (চেয়ারম্যান), চট্টগ্রাম-২ সারোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ কাজী সালাহউদ্দিন, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১০ আমির খসরু মোহাম্মদ চৌধুরী, চট্টগ্রাম-১২ এনামুল হক, চট্টগ্রাম-১৩ সারোয়ার জামান নিজাম, চট্টগ্রাম-১৬ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
চট্টগ্রাম জেলায় চট্টগ্রাম-৩, ৬, ৯, ১১, ১৪, ১৫ আসনে কোনো প্রার্থী দেয়নি বিএনপি।
কক্সবাজার:
কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ, কক্সবাজার-৩ লুৎফর রহমান কাজল, কক্সবাজার-৪ শাহজাহান চৌধুরীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কক্সবাজার-২ আসনে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
ফেনী:
ফেনী-১ বেগম খালেদা জিয়া, ফেনী-২ জয়নাল আবেদীন, ফেনী-৩ আব্দুল আউয়াল মিন্টু।
নোয়াখালী:
নোয়াখালী-১ এ এম মাহবুব উদ্দিন, নোয়াখালী-২ জয়নাল আবেদীন ফারুক, নোয়াখালী-৩ বরকত উল্লাহ বুলু, নোয়াখালী-৪ মো. শাহজাহান, নোয়াখালী-৫ মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী-৬ মোহাম্মদ মাহবুবুর রহমান শামীম।
লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর-২ মো. আবুল খায়ের ভূঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে লক্ষ্মীপুর-১ আসনে কোনো প্রার্থী দেয়নি বিএনপি।
কুমিল্লা:
কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ মঞ্জুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ মো. জসিম উদ্দিন, কুমিল্লা-৬ মো. মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ জাকারিয়া তাহের, কুমিল্লা-৯ মো. আবুল কালাম, কুমিল্লা-১০ আব্দুল গফুর ভূঁইয়া, কুমিল্লা-১১ কামরুল হুদাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। অন্যদিকে কুমিল্লা-২ ও ৭ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।
চাঁদপুর:
চাঁদপুর-১ আনম এহসানুল হক মিলন, চাঁদপুর-২ জালাল উদ্দিন, চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ, চাঁদপুর-৪ মো. হারুনুর রশীদ, চাঁদপুর-৫ মো. মমিনুল হককে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া-১ এস. এম. হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. আব্দুল মান্নানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৬ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি।
এছাড়াও, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় যাদের প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো:
খাগড়াছড়ির একমাত্র আসনে ওয়াদুদ ভূঁইয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
রাঙামাটি আসনে দীপেন দেওয়ানকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
বান্দরবান আসনে সাচিং প্রুকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
একেএস/