নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
বরিশাল-৫ আসন থেকে একাধিক মনোনয়ন প্রত্যাশীর মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ অনেক দিন ধরে মাঠে জনসংযোগ চালিয়েছেন। বিএনপি তাকে মনোনয়ন দেবে এমন প্রত্যাশা নিয়ে তার কর্মী-সমর্থকরা অপেক্ষা করলেও দল এই আসনে মজিবুর রহমান সরওয়ারকে মনোনয়ন দিয়েছে। দলের এমন সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে মনোনয়নবঞ্চিত নেতা কর্মীদের মন খারাপ করতে বারণ করে তিনি বলেছেন, ধানের শীষ বিজয়ী হলে আমরা সবাই বিজয়ী হবো। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় প্রার্থী তালিকা ঘোষণার পর নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন।
আরও পড়ুন: ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ বিএনপির
আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ পোস্টে লিখেছেন, বরিশাল-৫ আসনের বিএনপির সর্বস্তরের নেতাকর্মী এবং সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই চেয়েছিলেন আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করি। কিন্তু দল বরিশাল-৫ আসনে, মজিবুর রহমান সরওয়ার ভাইকে ঘোষণা করেছে। যেহেতু আমি দলের অনুগত একজন কর্মী, সেহেতু দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি আপনাদের সঙ্গে নিয়ে ধানের শীষের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত মাঠে-ময়দানে নিরলসভাবে কাজ করে যাবো।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ আমার পাশে থেকেছেন, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আপনাদের প্রতি অনুরোধ আপনারা কেউ মন খারাপ করবেন না। ধানের শীষ বিজয়ী হলে আমরা সকলেই বিজয়ী হবো। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অচিরেই আপনাদের সঙ্গে বরিশালের মাঠে দেখা হচ্ছে, ইনশাআল্লাহ।
বিইউ/এআর