নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৫, ১০:৫১ পিএম
১৪ মাস ধরে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব সামলাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। তবে এই দায়িত্বে বর্তমান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বসতে চেয়েছিলেন বলে দাবি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক হলে এনসিপি আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্যকালে তিনি এই দাবি করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্যে বলেন, ‘আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন। এখন তার কোর্টে বল গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।’
প্রধান উপদেষ্টার উদ্দেশে এনসিপি নেতা বলেন, ‘আপনি উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন। ওই দিন শহীদ পরিবার এবং আহতদেরও সঙ্গে রাখুন। আমরা সেদিনই এনসিপির পক্ষ থেকে সনদে সই করব।’
তিনি বলেন, ‘আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই ড. আসিফ নজরুল স্যার কোনো টালবাহনা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন।’
পাটওয়ারী বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করায় এটা হারিয়ে যাওয়ার ভয় ছিল। এনসিপি ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে, এর সুফল এখন জনগণ পাচ্ছে।’
তিনি বলেন, ‘বাহাত্তরের পচা সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।’
গত ১৭ অক্টোবর বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে ২৬টি রাজনৈতিক দল। সেদিন অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে স্বাক্ষর করেনি গণফোরাম। পরদিন তারা স্বাক্ষর করে।
তবে এখনো সনদে স্বাক্ষর করেনি জুলাই যোদ্ধাদের দল এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ একাধিক নেতা জানান, আইনি ভিত্তি ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন না। করলে সেটা জাতির সঙ্গে প্রতারণা হবে বলে মনে করে এনসিপি।
এএইচ