নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫০ পিএম
নিবন্ধন প্রত্যাশী নতুন রাজনৈতিক দল ‘মৌলিক বাংলা’র প্রতিনিধি দলকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ‘এক দিকের কথা শুনলে আরেক দিকের চাপ আসে।’ তবে মৌলিক বাংলাকে নিবন্ধন দেওয়ার আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে দলটির সাধারণ সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৌলিক বাংলার প্রতিনিধি দলে সভাপতি ফরিদ আহমেদ, সহ-সভাপতি খান শোয়েব আমান এবং সাধারণ সম্পাদক ছাদেক আহম্মেদ সজীব।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সাক্ষাৎকালে প্রধান নির্বাচন কমিশনার প্রতিনিধি দলকে জানান, দল নিবন্ধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ওপর বর্তমানে বহুমুখী চাপ রয়েছে। মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন এখনো নির্বাচন ভবনে এসে পুরোপুরি পৌঁছায়নি। তিনি আরও বলেন, দল নিবন্ধনের তদন্তের মূল দায়িত্বে আছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার; আপনারা তাঁর সঙ্গে দেখা করুন।’
পরবর্তীতে সিইসির পরামর্শ অনুযায়ী প্রতিনিধি দল ইসি আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে মৌলিক বাংলার পক্ষ থেকে মাঠপর্যায়ের পুনঃতদন্ত ও অধিকতর তদন্ত প্রসঙ্গে এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের অসদাচরণ, বিদ্রুপপূর্ণ আচরণ ও অসহযোগিতার বিষয়গুলো জানানো হয়।
‘এ সময় ইসি আনোয়ারুল ইসলাম সরকার মৌলিক বাংলার প্রতিনিধি দলকে বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তদন্ত করতে পাঠানো হয়েছিল, কিন্তু তাঁরা বিচারকের মতো আচরণ করেছেন—যা নির্বাচন কমিশনের বিধি-বিধানের পরিপন্থী। কর্মকর্তারা এ ধরনের আচরণ করতে পারেন না।’
নিবন্ধন বিষয়ে জানতে চাইলে ইসি আনোয়ারুল জানান, ‘মৌলিক বাংলার মাঠ পর্যায়ের তদন্ত সামগ্রিকভাবে ভালো হয়েছে এবং দলের জেলা-উপজেলার নেতাকর্মীরা তদন্তে যথাযথ সহযোগিতা করেছেন।’
সাক্ষাৎ শেষে মৌলিক বাংলার সভাপতি ফরিদ আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা নিবন্ধনের জন্য সম্পূর্ণ যোগ্য। কারণ মৌলিক বাংলা দেশের জনগণের মন জয় করতে সক্ষম হয়েছে। সারাদেশে অবস্থানরত আমাদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাই।’
এমএইচএইচ/ক.ম