জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ এএম
সাড়ে সাত বছর পর হঠাৎ প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া। মানুষের যাতে দুর্ভোগ কম হয় সে কারণে রাতে আচমকা সিদ্ধান্ত নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার রহমানের সমাধিস্থলে যান সাবেক প্রধানমন্ত্রী।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার পর খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারতের সময় সাংবাদিকদের একথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
ডা. জাহিদ এসময় বলেন, বেগম খালেদা জিয়া রাজনীতিতে আছেন, অবসর নেননি। তিনি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলে দলকে পরিচালনা করছেন।
হঠাৎ কবর জিয়ারতে আসার প্রসঙ্গে তিনি বলেন, একান্ত ব্যক্তিগত ইচ্ছা ও পারিবারিকভাবে দোয়া মোনাজাত করতে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।
ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন। গভীররাতে গিয়েছিলেন যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়।
বিইউ/ এজে