নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও গণঅধিকার পরিষদের বিরুদ্ধে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারি, তদবির কিংবা নিয়োগ বাণিজ্যের অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আবু হানিফ বলেন, ‘অন্য অনেক দলের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। ঠিক এসব কারণেই মানুষ গণঅধিকার পরিষদকে বেছে নেবে। মানুষের আস্থার প্রতি সম্মান জানিয়ে গণঅধিকার পরিষদ সব সময় কাজ করে যাবে। শেখ হাসিনার আমলে বুক চিতিয়ে লড়াইয়ের নাম গণঅধিকার পরিষদ।’
তিনি আরও বলেন, ভয়, নির্যাতন কিংবা প্রলোভন কোনো কিছুই গণঅধিকার পরিষদকে দমাতে পারেনি। হামলা-মামলা উপেক্ষা করেও টিকে আছে সংগঠনটি। সর্বশেষ তথাকথিত নির্বাচনে অংশগ্রহণ করাতে সরকার নানা প্রলোভন ও চাপ প্রয়োগ করলেও গণঅধিকার পরিষদ তা প্রত্যাখ্যান করেছে।
এম/এআর