images

রাজনীতি

এই আক্রমণ আখতারকে এক বিন্দুও দুর্বল করবে না: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ এএম

যুক্তরাষ্ট্রে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। তার মতে, এই হামলা ব্যক্তি আখতার হোসেনকে লক্ষ্য করে নয়, বরং রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে নিশানা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।

ডা. তাসনিম লিখেছেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।

আরও পড়ুন

নিউইয়র্কে ফখরুলের ঢাল হলো জামায়াত-শিবির!

তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। আখতার হোসেন যে রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করেন, এই হামলা তারই বিরুদ্ধে। কারণ তিনি সেই দলকে প্রতিনিধিত্ব করেন, যারা ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত সংগ্রাম করছে।

তাসনিম জারা বলেন, এই ঘটনা পরিষ্কারভাবে দেখিয়ে দেয়, পরাজিত রাজনৈতিক শক্তির ভয় ও হতাশা কতটা গভীর।

তিনি মন্তব্য করেন, আমি নিশ্চিত, এই আক্রমণ আখতার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না। বরং তার রাজনৈতিক দৃঢ়তা আরও বেড়ে যাবে।

এমআর/এইউ