images

রাজনীতি

বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী তিন দলের শীর্ষ নেতারা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ এএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সফরে যাচ্ছেন তিন দলের পাঁচজন রাজনীতিবিদ।

রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৫ ফ্লাইটে যুক্তরাষ্ট্রে রওনা হবেন তারা। 

যুক্তরাষ্ট্র সফরে যাওয়া নেতারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও ডা. তাসনিম জারা।

এছাড়া জামায়াতের সাবেক আমির ড. নকিবুর রহমান তারেকও প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন বলে জানা গেছে।

বিইউ/এএস