images

রাজনীতি

ডাকসুতে 'নো নেগোসিয়েশন', বললেন শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পদ নিয়ে কোনো সমঝোতা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেছেন।

তিনি পোস্টে লেখেন, নো নেগোসিয়েশন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ভোট প্রদানের পর ডাকসুর কোনো পদ নিয়ে নেগোসিয়েশন করার অধিকার কারও নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোনো রাজনৈতিক দল, মন্ত্রী পাড়ার কোনো উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা কারও অধিকার নেই। এই ম্যান্ডেট কেবলই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

কেউ বিভ্রান্ত হবেন না। শিক্ষার্থীরা তাদের জয় নিশ্চিত করেই ফিরবে। ইনশাআল্লাহ।

এর আগে ফলাফল নিয়ে সৃষ্ট উত্তেজনা নিরসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা কথা বলেন বলে গণমাধ্যমে খবর আসে। গুঞ্জন ছড়িয়ে ছড়িয়ে পড়ে, ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে সমঝোতা হচ্ছে বলে ফল প্রকাশে বিলম্ব করা হচ্ছে।

এমআর/জেবি