নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল যেমনি হোক না কেন নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছে জামায়েতে ইসলামী। দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ফলাফল যাই হোক, বিজয়ী হলেও কোনো ধরনের শ্লোগান বা মিছিল করা যাবে না।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থানরত নেতাকর্মীদের উদ্দেশে দেলোয়ার হোসেন এই নির্দেশনা দেন।
জামায়াত নেতা দেলোয়ার হোসেন বলেন, ইনশাল্লাহ বিজয় আমাদের হবে। তবে বিজয়ী হলেও মিছিল করা যাবে না, শ্লোগানও দেওয়া যাবে না। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা খুব স্পষ্ট। ফলাফল হওয়ার পর যখন দায়িত্বশীলদের পক্ষ থেকে এই জায়গা ছেড়ে দিতে বলা হবে, তখন নীরবে চলে যেতে হবে। আমরা শুধু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। কেউ হট্টগোল করবেন না, কারও সঙ্গে উত্তেজনায় যাবেন না। আসুন, একসাথে সকল দলমতের মানুষ সহাবস্থান করি।
তিনি সবাইকে আহ্বান জানান শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রাখতে এবং ফলাফল ঘোষণা হওয়ার পর নির্দেশনা অনুযায়ী নীরবে স্থান ত্যাগ করতে। এটা কেবল একটি নির্বাচনী লড়াই নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ। তাই দায়িত্বশীল আচরণ করতে হবে।
এমআর/জেবি