images

রাজনীতি

সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন সোজা রাস্তায় হাঁটবেন: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশনকে অবশ্যই সোজা রাস্তায় হাঁটতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। আর সরকারকে প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ দেওয়া যাবে না। নির্বাচন যদি অনিশ্চিত হয়ে যায় তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি বাড়বে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সাইফুল হক বলেন, আমরা আশা করি আগামী এক-দুই মাসের মধ্যে দেশবাসী দ্রুত বিচার কার্যক্রম দেখতে পারবে। একইসঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে জুলাই সনদ স্বাক্ষরের আশাবাদ ব্যক্ত করছি।

তিনি প্রশ্ন করে বলেন, নির্বাচনকে সামনে রেখে যারা নানা অজুহাত তুলছেন, এর উদ্দেশ্য কী? আপনারা কি এসব অজুহাত তুলে সরকারকে ব্যর্থ করতে চান? নির্বাচন যদি ফেব্রুয়ারিতে অনিশ্চিত হয়ে যায়, তাহলে সরকারের ভাগ্যও অনিশ্চিত হয়ে পড়বে। এতে অভ্যুত্থানে আমাদের যে অর্জন, সেটাও বিফল হতে পারে।

WP1

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, আলোচনার মাধ্যমে দাবি-দাওয়া উপস্থাপন করা যেতে পারে, তবে এমন কোনো এজেন্ডা তোলা উচিত নয় যাতে রাজনৈতিক বৈরিতা সৃষ্টি হয়। রাজনৈতিক বৈরিতার সুযোগ নিয়ে যেন ফ্যাসিবাদী শক্তি পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি আরও বলেন, বিপ্লবে যেমন প্রতিবিপ্লব থাকে, অভ্যুত্থানেও প্রতিঅভ্যুত্থান থাকে। তাই রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই এমন কোনো বক্তব্য দেবেন না যাতে বিভেদ সৃষ্টি হয়।

এম/এফএ