জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৯ এএম
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপ রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় ঝটিকা মিছিল করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর ছয়টার দিকে তারা এই মিছিল করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার।
ওসি ঢাকা মেইলকে বলেন, তারা সকাল ছয়টার দিকে মিছিল করেছে। তবে এ ঘটনায় আমরা কাউকে আটক করতে পারিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় অর্ধশত কর্মী এ মিছিলে অংশ নেন। তাদের কয়েকজনের হাতে দুই আড়াই ফুটে একটি ব্যানার ছিল। ব্যানারে ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে, হঠাও ইউনূস-বাঁচাও দেশ’ লেখা ছিল। নিচে লেখা ছিল- বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর।
মিছিলটি বনানী স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানী ফ্লাইওভারের নিচ হয়ে সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা দৌড়ে দ্রুত সময়ের মধ্যে তা শেষ করে দেন। তাদের কয়েকজনকে মোটরসাইকেলে চড়েও মিছিল করতে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মিছিলের ছবি ও ভিডিও শেয়ার করছেন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।
এমআইকে/জেবি