নিজস্ব প্রতিবেদক
৩০ আগস্ট ২০২৫, ০৭:৫৮ এএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
শুক্রবার (২৯ আগস্ট) দিনগত রাতে নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মামুনুল হক বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহকর্মীদের ওপর হামলা পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, যেভাবে হামলা হয়েছে তাতে স্পষ্ট আমরা রাজনৈতিকভাবে আমাদের জীবন নিয়ে সংকটে আছি। এই হামলা মনে করিয়ে দিয়েছে, পুলিশের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি জাতীয় মিডিয়ার সামনে একজন শীর্ষ রাজনৈতিক নেতার ওপর হামলা চালাতে পারে, এটি সভ্য পৃথিবীতে অকল্পনীয়।
তিনি আরও বলেন, আজ ভিপি নুরুল হক নুর, তার সেক্রেটারি রাশেদ খান ও নেতাকর্মীদের ওপর যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, তাদের ক্ষতবিক্ষত করে হাসপাতালে পাঠানো হয়েছে, এটি আসলে একটি টেস্ট কেস। তারা যদি এভাবে পার পেয়ে যায়, তবে জুলাই বিপ্লবের কোনো অংশীজনই নিরাপদ থাকবে না। পরাজিত শক্তি জুলাই বিপ্লবীদের কাছ থেকে প্রতিশোধ নিতে বারবার উদগ্রীব হয়ে উঠেছে।
/এএস