images

রাজনীতি

কেমন করে এলো ছাত্রশিবিরের নাম?

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৫, ১০:১১ এএম

দেশের বৃহৎ ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১৯৭৭ সালে ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এই সংগঠনের যাত্রা শুরু করে। তবে এই ছাত্রশিবির নামটি কে দিয়েছিলেন সেই সম্পর্কে তাদের ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে।

২৬ আগস্ট সেই নামকরণকারীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেই ইতিহাস তুলে ধরা হয়।

8
‘ছাত্রশিবির’ নামের প্রস্তাবক মরহুম সিদ্দিক জামাল

ছাত্রশিবিরের সেই ফেসবুক পোস্ট ঢাকা মেইল পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

“মরহুম সিদ্দিক জামাল। তিনি ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’ নামের প্রস্তাবক ছিলেন। ১৯৪৬ সালে খুলনায় জন্ম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি ছিলেন। ওখান থেকেই রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন। সর্বশেষ জামায়াতের প্রকাশনা বিভাগের দায়িত্বে ছিলেন। ২০০৪ সালে মৃত্যুবরণ করেন।”

‘যখন প্রথম নামটি প্রস্তাব করেছিলেন তখন অনেকেই অবাক হয়েছিল। শিবির নামটিতো একেবারেই অন্যরকম। পরবর্তীতে ছয়টি নামের মধ্যে থেকে এই নামটিই সর্বোচ্চ ভোটে গৃহীত হয়।’

‘আজ সেদিনের চারাগাছটি সুদীর্ঘ ৪৮ বছরের বিশাল মহীরুহ। শহীদী রক্তিম ফুলে ভরে যাচ্ছে এর ডালপালা। সুবাস ছড়াতে শুরু করেছে ধীরে ধীরে। আস্তে আস্তে ফল ধরবে, ফলের ভারে নুয়ে পড়বে এই বিশাল বৃক্ষ। মানুষ তখন হাত দিয়ে ধরতে পারবে এর সুমিষ্ট ফল। সেদিনই হবে এই বৃক্ষের জন্মের সার্থকতা। অশ্রু বিয়োগ সমেত সালাম জানাই এই বৃক্ষের চারা গাছ যারা রোপণ করেছে, যারা নিয়মিত পরিচর্যা করছে। যাদের লোহিতের স্পর্শে এই বৃক্ষের ফুল ধীরে ধীরে মানুষের ঘরে সুবাস পৌঁছাতে শুরু করেছে। ইনশা আল্লাহ ইসলামী ছাত্রশিবির একটি নতুন প্রজন্মের নতুন নেতৃত্ব হিসেবে এ দেশকে গড়বে।’

‘আজ ২৬ আগস্ট মরহুম সিদ্দিক জামালের ২১তম মৃত্যুবার্ষিকী। আল্লাহ উনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।’

টিএই/এএস