images

রাজনীতি

বিএনপি নেতার ‘কালো শক্তি’ মন্তব্যে সাদিকুরের পাল্টা জবাব

ঢাকা মেইল ডেস্ক

২৪ আগস্ট ২০২৫, ১২:৩৮ পিএম

৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা ফজলুর রহমানের ‘কালো শক্তি’ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। তার ভাষ্য মতে—ফজলুর এই বক্তব্য মুক্তি ও স্বাধীনতার স্বপ্নকে আঘাত করেছে।

সাদিকুর বলেন, যারা ৫ আগস্টের ঘটনাপ্রবাহ ঘটিয়েছে, ফজলুর রহমান তাদের ‘কালো শক্তি’ বলেছেন। অথচ সেখানে হাসিনা বা কাদেরের নাম বলেননি। তিনি অভিযোগ করেন, ফজলু শুধু এখন না, গত ১০ মাস ধরে একই ধরনের মন্তব্য করে আসছেন।

তিনি বলেন, বিএনপি ফজলুর এসব বক্তব্যকে শাস্তি তো দেয়ইনি, বরং নীরব থেকে সমর্থন জানিয়েছে বলেই মনে হচ্ছে। এতে বোঝা যায়, দল হিসেবে বিএনপি এই বক্তব্যকে ‘ওন’ করে। 

সাদিকুর আরও উল্লেখ করেন, আসিফ মাহমুদ যখন হাসিনাকে পাঠ্যবইয়ে ‘গণহত্যাকারী ফ্যাসিস্ট’ হিসেবে লেখার কাজের ঘোষণা দেন, এর ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে যায়। তিনি বলেন, এই প্রচার কে চালাচ্ছে, তা মানুষ ভালো করেই জানে।

তার ভাষায়, এখন এমন অবস্থা হয়েছে যে ৫ আগস্টকে স্বাধীনতা দিবস বলা যাবে না, কিংবা হাসিনাকে গণহত্যাকারী বলা যাবে না। এসবের মাধ্যমে আমাদের হুমকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

৫ আগস্ট ঘটিয়েছে ‘কালো শক্তি’ জামায়াত: ফজলুর রহমান

সাদিকুর দাবি করেন, এক সময় এসব হুমকি আসত আওয়ামী লীগের হাসিনা-কাদেরের পক্ষ থেকে, আর এখন তা আসছে বিএনপির ফজলুর মতো নেতাদের কাছ থেকে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই ফজলুরাই আগামী নির্বাচনে এমপি হতে পারেন। তখন তাদের কথাতেই চলবে পুলিশ, ডিবি, প্রশাসন। তিনি বলেন, ‘এই ফজলুরাই হয়তো একদিন আমাদের ৫ আগস্টের ঘটনায় অংশগ্রহণের অভিযোগে তুলে নিয়ে যাবে।’

সাদিকুর আরও বলেন, অনেকে মনে করেন আওয়ামী লীগ সরে গেলে বিপ্লবীদের খুন করা হবে। কিন্তু তার মতে, সেটা করতে আওয়ামী লীগের প্রয়োজন হবে না, বিএনপির নেতারাই যথেষ্ট।

তিনি বলেন, আওয়ামী লীগ যেমন ২০০৮ সাল থেকে একটি রাজনৈতিক বয়ান তৈরি করেছিল, যার পরিণতি ছিল শাপলা চত্বরে গণহত্যা— এখন সেই একই ধরনের বয়ান তৈরির কাজ করছে বিএনপি।

সাদিকুরের মতে, এই বয়ানের একমাত্র লক্ষ্য হলো দিল্লির বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা আনা বিপ্লবীদের ধ্বংস করা। তার ভাষায়, ‘ফজলুদের যদি আমরা জিততে দিই, তাহলে আগামীতে শুধু বিপ্লবের নয়, বিপ্লবীদের মৃত্যুও দেখতে হবে।’

এছাড়া সবশেষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। তিনি বলেছেন, ইতিহাসের যেন পুনরাবৃত্তি না হয়।

এইউ