নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৫, ০৯:০৪ এএম
দশ দিনের চিকিৎসা শেষে আজ বাসায় ফিরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গুলশানের ইউনাইটেড হাসপাতালে সফল অস্ত্রোপচারের পর আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় তিনি নিজ বাসায় ফিরবেন।
সোমবার দিবাগত রাতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আলহামদুলিল্লাহ সফল অপারেশনের পর ডা. শফিকুর রহমান দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তিনি দেশের মানুষকে তার জন্য দোয়া করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সুস্থতার জন্য সবার কাছে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
এই উপলক্ষে আজ সকালেই গুলশানের বাসভবনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।
এমআই/এফএ