নিজস্ব প্রতিবেদক
০৫ আগস্ট ২০২৫, ১০:৫৬ পিএম
আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ।
একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির পাশাপাশি দৃশ্যমান বিচার ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিও জানিয়েছে এবি পার্টি।
এর আগে মঙ্গলবার রাত ৮টায় জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।’
এদিকে নির্বাচনের সময় বিষয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা এবং জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিও। এক বিবৃতিতে এ কথা জানিয়েছে দলটি।
এএইচ