০৫ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মঙ্গলবার দুপুরে মিছিলটি পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই মিছিল শুরু হয়। মিছিলে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। মিছিলটির দৈর্ঘ ছিল জাতীয় ঈদগাহের প্রধান ফটকের সামনে থেকে শাহবাগ মোড় পর্যন্ত।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো আবেগে তাড়িত হয়ে, কোনো দলের চাপে, কোনো পরাশক্তি-আধিপত্যবাদের চাপে আপনি নতি স্বীকার করবেন না। কারণ, আপনি নিজে ক্ষমতায় আসেননি। আমরা জানি, আপনার ক্ষমতার আকাঙ্ক্ষা ছিল না। জুলাই-অভ্যুত্থানের বিজয়ীরা জনগণ আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছিল।
মিয়া গোলাম পরওয়ার বলেন,আপনাকে স্যালুট জানাই। কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে, এই নির্বাচনে কারও চাপের সামনে আপনি মাথা নত করবেন না, আমরা দেখতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনার পাশে থাকবে। এই দেশের জনগণ আপনার পাশে থাকবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গ্রামে গ্রামে স্লোগান উঠেছে, তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক।
সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
এর আগে সকালে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর মহাখালী এলাকায় সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। সকাল ১০ টায় মহাখালী কলেরা হাসপাতালের সামনে (মহাখালী রেলগেট) সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই গণমিছিল বের হয়।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ব্যাপারে জামায়াত কোন আপোস করবে না। দুর্নীতিমুক্ত একটি টেকসই গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াত। জামায়াত ক্ষমতায় গেলে বিগত ৫৪ বছরের বঞ্চনা দুর করবে ইনশাআল্লাহ। কোন দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। সব মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে। জামায়াত ক্ষমতায় গেলে নারী, সংখ্যালঘুসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।
টিএই/ক.ম