নিজস্ব প্রতিবেদক
০৩ আগস্ট ২০২৫, ০৫:০২ পিএম
কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে নতুন বাংলাদেশের স্বপ্নের কথা বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, আজ যে ইশতেহার ঘোষণা করা হবে, সেটি কেবল একটি নথি নয়; এটি হবে আমাদের আগামী দিনের পথপ্রদর্শক। এই ইশতেহার অনুসরণ করেই আমরা দেশের প্রতিটি সংকটের গভীরে যাব, খুঁজে আনব সমাধানের সুনির্দিষ্ট দিকনির্দেশনা।
রোববার (৩ আগস্ট) বিকেলে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সমাবেশস্থলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ, হোক সে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান, আদিবাসী কিংবা সংখ্যাগরিষ্ঠ, সবাইকে আমরা একসঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। নতুন বাংলাদেশের রাজনীতিতে আর কোনো বিভাজনের স্থান থাকবে না।
এদিন বিকেলে আয়োজিত এনসিপির সমাবেশে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় নেতারাও নতুন ইশতেহার নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এমআই/এফএ