images

রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদলের সমাবেশ চলছে

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট ২০২৫, ০২:৪১ পিএম

রাজধানীর শাহবাগে বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ চলছে। রোববার (৩ আগস্ট) দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হলেও সমাবেশে অংশ নিতে আগত নেতাকর্মীরা পিছু হটেননি। অনেকে ছাতা ও পলিথিন মাথায় দিয়ে সমাবেশস্থলে দাঁড়িয়ে আছেন, আবার কেউ আশপাশের ভবনের ছাউনি ও মেট্রোরেল স্টেশনের নিচে আশ্রয় নিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শত শত ছাত্রদল নেতাকর্মী শাহবাগে জড়ো হন। বৃষ্টি শুরু হলেও তাদের উপস্থিতি ও উদ্দীপনায় ভাটা পড়েনি।

সমাবেশের মূল আনুষ্ঠানিকতা কিছু সময় পর শুরু হওয়ার কথা রয়েছে। আয়োজকরা জানান, প্রাকৃতিক প্রতিকূলতা সত্ত্বেও সমাবেশ সফল করতে মাঠে আছেন তারা। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, শব্দযন্ত্র চালু রয়েছে এবং মাইকিংও চলছে।

আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা রফিকুল ইসলাম বকুল।

সমাবেশের সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

আয়োজকরা জানিয়েছেন, রাজধানীসহ দেশের ৬৪ জেলার ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই শাহবাগে আসতে শুরু করেন। সমাবেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পাঁচটি মেডিক্যাল ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

বিএনপি ও ছাত্রদল সূত্রে জানা গেছে, এই সমাবেশের মাধ্যমে সরকারবিরোধী আন্দোলনের গতি আরও বেগবান করার বার্তা দেওয়া হবে। বক্তারা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, নিপীড়ন এবং দমননীতির অভিযোগ তুলবেন।

এমআর/এমআইকে