images

রাজনীতি

বড় জমায়েতের প্রত্যাশা, এখনও ঢাকায় ঢুকছেন ছাত্রদলের নেতাকর্মীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৩ আগস্ট ২০২৫, ০১:৩১ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর শাহবাগে নেতাকর্মীদের এক মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলা থেকে আজকে কয়েক লাখ লোকের সমাগম ঘটবে বলে নেতাকর্মীদের ধারণা। বিভিন্ন স্থান থেকে এখনো নেতাকর্মীরা ঢাকায় আসছেন বলে জানা গেছে।

সমাবেশটি আজ রোববার (০৩ আগস্ট) দুপুর ২টায় শুরু হবে। তবে সমাবেশে যোগদানের লক্ষ্যে গতকাল রাত থেকেই নেতাকর্মীরা শাহবাগ মোড় ও তার আশেপাশের এলাকায় জমায়েত হতে থাকে।

সংগঠনটির জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক শরীফ বলেন, আজকের এই সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা কয়েকজন গতকালই এসেছিলাম। আমাদের অনেক নেতাকর্মীরা আজকে সকালে রওনা দিয়েছে, তারমধ্যে অনেকে ইতোমধ্যে উপস্থিত হয়েছে, বাকিরা এখনো এসে পৌঁছায়নি। আমার নেতৃত্বে আজকে প্রায় ১০০ লোক উপস্থিত হবে।

লক্ষ্মীপুর জেলার মান্দারি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম বলেন, আমাদের ইউনিয়ন থেকে প্রায় ১৫ জন নেতাকর্মী এসেছেন। দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকের সমাবেশ সফল করবো।

শরীয়তপুর থেকে গতকাল রাতেই শাহবাগে উপস্থিত হওয়া সংগঠনটির কর্মী আবু জাফর বলেন, আমরা অনেক আগ্রহ নিয়ে আজকের সমাবেশে এসেছি। আশা করছি কোনো ধরণের ঝামেলা ছাড়াই আজকের সমাবেশ সফল হবে। প্রশাসন আমাদের নিরাপত্তা নিশ্চিতে সাহায্য করছে।

বিইউ/এএস