নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৫, ০৪:১৬ পিএম
জুলাই সনদসহ নানা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন চলছে বৃহস্পতিবার থেকে। এই আন্দোলন নিয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনের প্রশ্ন, ‘‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরেকটি শাহবাগ কারা বানাতে চায়?’
শুক্রবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে তিনি বলেন, ‘একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, প্রধান উপদেষ্টার পিএস সাব্বির ভাই শাহবাগ ব্লক করার জন্য জুলাই যোদ্ধাদের পরামর্শ দিয়েছেন। এই বক্তব্যের বিষয়ে সরকারের স্টেটমেন্ট জানতে চাই।’
তিনি লিখেছেন, ‘একটা দেশের রাজধানীর মূল পয়েন্ট শাহবাগ কয়েকজন মিলে অবরোধ করে রাখবে, আর সরকার ও পুলিশ চুপচাপ থাকবে।’

রাশেদ খাঁন লিখেছেন, ‘আজকে ভিডিওতে দেখলাম, এখানে লোক ভাড়া করে আনা হয়েছে। কী দাবিতে এসেছে বলতে পারছে না। রাতে তাদের বিরিয়ানিও দেওয়া হয়েছে।’
সবশেষে গণঅধিকার পরিষদ নেতার প্রশ্ন এবং আহ্বান, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরেকটি শাহবাগ কারা বানাতে চায়? কী উদ্দেশ্য তাদের? রাষ্ট্রীয় মব বন্ধ কর, দেশকে স্থিতিশীল কর।’
প্রসঙ্গত, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে বুহস্পতিবার থেকে এখন পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর ব্যানারে একদল লোক।
এর ফলে দীর্ঘ সময় ধরে শাহবাগ মোড়, কাটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্যভবন মোড় ও শাহবাগ থানার সামনের সড়ক দিয়ে যান চলাচল প্রায় বন্ধই বলা যায়। এতে চরম ভোগান্তিতে ওইসব সড়ক দিয়ে চলাচলকারী শত শত মানুষ।
এএইচ