images

রাজনীতি

কার্যালয়ের ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা, বিএনপির ৫ নেতাকর্মী বহিষ্কার

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ জুলাই ২০২৫, ০৯:৫৮ পিএম

দলীয় কার্যালয়ের বকেয়া ভাড়া চাওয়ায় দোকান মালিক জাহাঙ্গীর ভূঁইয়াকে পিটিয়ে হত্যার অভিযোগে বিএনপির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ হত্যাকাণ্ডটি ঘটে। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিল বিএনপি।

এদিন রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, মারামারি-হানাহানি, সংঘাতমূলক ঘটনায় জড়িত থাকাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলাধীন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য রাসেল প্রধান, ওয়ার্ড বিএনপি নেতা আলম মিয়া ও সাদ্দাম হোসেনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বিইউ/এএইচ