images

রাজনীতি

বিএনপি নেতা মিন্টুর হার্টে পরানো হলো রিং, দোয়া কামনা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টুর হার্টে দুটি রিং পরানো হয়েছে। এর আগেও তার হার্টে রিং লাগানো হয়েছিল।

সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে পুরান ঢাকার ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেতাকে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্কয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। 

সোমবার (২৮ জুলাই) সকালে সফলভাবে তার হার্টে দুটি রিং পরানো হয় বলে জানিয়েছে পরিবার। 

মিন্টুর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। 

তিনি বর্তমানে ডা. খন্দকার আসাদুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

সাইদুর রহমান মিন্টুর সুস্থতা কামনায় তার পরিবার বিএনপির নেতাকর্মীসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

বিইউ/জেবি