নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২৫, ০১:৩২ পিএম
জাতীয় ঐকমত্য গঠনের চলমান আলোচনায় অংশ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে অংশ নিয়ে শুরুতেই ওয়াকআউট করেন তিনি। পরে বেরিয়ে এসে গণমাধ্যমের সামনে বলেন, নির্বাহী বিভাগকে পরিকল্পিতভাবে দুর্বল করার চেষ্টা চলছে। এমন হলে জনগণের আশা-ভরসা ব্যর্থ হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এই আলোচনায় অংশ নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এটি চলমান আলোচনার দ্বিতীয় ধাপের ২০তম দিনের বৈঠক ছিল।
বৈঠকের শুরুতেই আলোচনায় উঠে আসে সরকারি কর্মকমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং ন্যায়পাল নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিধান। বিএনপির পক্ষ থেকে এই আলোচনার ধরন ও দৃষ্টিভঙ্গি নিয়ে আপত্তি তোলা হয়। এরপরই সালাহউদ্দিন আহমেদ বৈঠক কক্ষ থেকে বেরিয়ে আসেন।
তবে পরে আবার আলোচনা সভায় ফিরে গিয়ে বিএনপি নিজের অবস্থান তুলে ধরার সিদ্ধান্ত নেয়। এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, আমরা আলোচনায় থাকবো, কিন্তু আমাদের মতামত ও আপত্তি স্পষ্টভাবে জানাবো।
বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, বাকি যে অমীমাংসিত বিষয়গুলো আছে, সেগুলোর ওপরই আজকের আলোচনা। ইতোমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে অগ্রগতি হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন ঘিরে একটি গ্রহণযোগ্য পথরেখা তৈরির লক্ষ্যে এই আলোচনার আয়োজন করছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে আলোচনায় নানা মতবিরোধ ও ওয়াকআউট রাজনীতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করছে।
এইউ