images

রাজনীতি / সারাদেশ

নতুন সংবিধানের জন্য দরকার গণপরিষদ নির্বাচন: নাহিদ

জেলা প্রতিনিধি

২৭ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা একটি নতুন সংবিধানের জন্য পথে নেমেছি। তার জন্য দরকার গণপরিষদ নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশের সাধারণ মানুষ, অভ্যুত্থানকারী জনতা আগামীর নতুন সংবিধান রচনা করবে।’

রোববার (২৭ জুলাই) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনা এনসিপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। 

নাহিদ বলেন, ‘জুলাই-আগস্টে আমরা বলেছিলাম, এক নতুন বাংলাদেশ বির্নিমাণ করা হবে। তার জন্য আমাদের এক নতুন বন্দোবস্ত লাগবে। পুরনো সিস্টেমে, পুরনো আইনে আর এ দেশকে পরিচালিত হতে দেব না।’

তিনি বলেন, ‘আমরা একটি ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই। সেখানে শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে মানুষ মানবিক মর্যাদা পাবে।’

নেত্রকোনায় নানাবিধ সমস্যা রয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘এখানে শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশাসহ কর্মসংস্থানের অভাব রয়েছে। আমরা এনসিপি এসব সমস্যা দূর করতে চাই। আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি।’

তিনি আরও বলেন, ‘ঠিক এক বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যেসব নেতারা গণহত্যার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে।’

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারি বলেন, ‘যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে নির্বাহী ক্ষমতা এ জন্য আমরা পাওয়ার ব্যালেন্স ঠিক করার জন্য উচ্চকক্ষের পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায়, তারা এ বিষয়ে জনগণকে ধোকা দেওয়ার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নতুন সংবিধান, সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকেট নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা মানুষের অধিকার চাই, মানবিক মার্যাদা চাই।’

সভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান। 

এএইচ