নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৫, ০৫:৪৪ পিএম
দেড় কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়াসহ তিন দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২৭ জুলাই) রাজধানীর বাংলামোটরে রূপায়ন ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে দাবিগুলোর কথা জানায় দলটি।
তারা বলেছেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করে জাতীয় নির্বাচন কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না। আর তিন দফা দাবির প্রতিফলন ১৪ আগস্টের মধ্যে না হলে ১৫, ১৬ ও ১৭ আগস্ট গ্লোবাল প্রটেস্ট কর্মসূচি ঘোষণা করা হবে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই বিশ্বের নানা দেশে অবস্থানরত বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে অনন্য ভূমিকা রেখে চলেছেন। রেমিট্যান্স পাঠানো থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক চেতনা ও মতামত প্রকাশে তারা সক্রিয়। অথচ এত বড় একটি জনগোষ্ঠীকে ভোটের বাইরে রাখা হচ্ছে প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে। দলটির ভাষ্য, এ অবস্থান গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।
সংগঠনের তিন দফা দাবির মধ্যে প্রথমেই রয়েছে- প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া অবিলম্বে শুরু করা। তারা বলছে, একুশ শতকের প্রযুক্তিনির্ভর বিশ্বে অনলাইন নিবন্ধন, দূতাবাসকেন্দ্রিক তথ্য যাচাই এবং ডিজিটাল নিরাপত্তা প্রযুক্তির মাধ্যমে প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করা অসম্ভব নয়। শুধু রাজনৈতিক সদিচ্ছাই এই প্রক্রিয়াকে সম্ভব করে তুলতে পারে।
দ্বিতীয় দাবি হিসেবে এনসিপি চেয়েছে ব্যালট যাচাই, পাঠানো, গ্রহণ এবং গণনার প্রতিটি ধাপের একটি নির্ভরযোগ্য ও স্বচ্ছ রূপরেখা। ব্যালট কখন পাঠানো হবে, কতদিন সময় লাগবে, কোথায় গৃহীত হবে এবং কীভাবে গণনা হবে- এসব বিষয়ে নির্বাচন কমিশন এখনো সুস্পষ্ট কোনো নির্দেশনা দেয়নি বলে দলটির অভিযোগ। তারা মনে করে, এসব অনিশ্চয়তা দূর না হলে প্রবাসীদের ভোটগ্রহণের বিষয়টি প্রহসনে পরিণত হতে পারে।
তৃতীয় দাবিতে বলা হয়েছে, কোনো ভোট যেন নষ্ট না হয় বা বাতিল না হয়, তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের যুক্ত করে একটি সার্বিক কার্যপদ্ধতি তৈরি করতে হবে।
দলটির দাবি, বিশ্বব্যাপী প্রবাসী ভোটগ্রহণের যেসব মডেল রয়েছে, সেগুলো বিশ্লেষণ করে বাংলাদেশেও একটি গ্রহণযোগ্য ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
এনসিপির মতে, গণতন্ত্রের বিকাশ এবং নির্বাচনের বৈধতা নিশ্চিত করতে দেশের বাইরের নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া এখন সময়ের দাবি।
এমআই/এএইচ