ঢাকা মেইল ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট পতন হয়েছিল হাসিনা সরকারের। এ বছরের সেই দিনটিতে শহীদ পরিবারগুলোর সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় কর্মসূচি রয়েছে। তবে শহীদ পরিবারগুলোকে সরকারি সেই অনুষ্ঠান বয়কটের আহ্বান জানাচ্ছেন সারজিস আলম।
শনিবার (২৬ জুলাই) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা।
পাশাপাশি ওই পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বড়োসড়ো অভিযোগও তুলেছেন সারজিস।
আরও পড়ুন: বান্দরবান নিয়ে মন্তব্যে দুঃখ প্রকাশ করলেন সারজিস
তিনি লিখেছেন, ‘অভ্যুত্থানের প্রায় ১ বছর হতে যাচ্ছে। এখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা তার সরকারের অন্যান্য উপদেষ্টাসহ সকল শহীদ পরিবারের সাথে একবারের জন্য মতবিনিময় করতে পারেননি। এই জুলাই আগস্টে পরিকল্পনা করেও সেটা বাদ দেওয়া হয়েছে!’
সরকারি অনুষ্ঠান বয়কটের আহ্বান জানিয়ে সারজিস লিখেছেন, ‘সরকারের পক্ষ থেকে ৫ আগস্টে জেলা প্রশাসকের সাথে শহীদ পরিবারদের মতবিনিময়ের কর্মসূচি দেওয়া হয়েছে। আমি মনে করি, সকল শহীদ পরিবারের উচিত ওই প্রোগ্রাম বয়কট করা।’
তিনি আরও লিখেছেন, ‘একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি ১ বছরে এক হাজারের মতো শহীদ পরিবারের সাথে যোগাযোগ করে একবার একসাথে বসার সক্ষমতা না রাখে, তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কী হতে পারে?’

সারজিসের এই পোস্টে গোলাম রহিম পার্থ নামে এক নেটিজেনের মন্তব্য, ‘প্রধান উপদেষ্টা যা করেন, সবই তো আপনাদের সাথে পরামর্শ করেই করেন। তবুও তার প্রতি অভিযোগ রাখা লোক দেখানো নয় কি?’
রাসু নামে একজন লিখেছেন, ‘এই দেশে বিপ্লব সফল হয় না। কারণ বিপ্লবীরাই একসময় কলমের দামে বিক্রি হয়ে যায়।’
ইমরান খান নিয়াজী নামে একজন সারজিসকে মেনশন দিয়ে লিখেছেন, ‘ভাই গত এক বছর ধরে আমরা শুধু প্রশ্নই করে যাচ্ছি। আপনাদের হাতে আমরা শহীদ পরিবারদের সম্মান জানাতে প্রয়োজনীয় সব পরিকল্পনা তুলে দিয়েছিলাম। কিন্তু আপনারা সে দায়িত্ব পালনের বদলে ‘ওয়ারিয়র্স অব জুলাই’কে সামনে রেখে নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত থেকেছেন। আর শহীদ পরিবারদের ভাগ্যে জুটেছে কেবল আশ্বাস, অপেক্ষা, আর উপেক্ষা। এটা নিছক অবহেলা নয়— এটা এই জাতির আত্মত্যাগের সঙ্গে, শহীদ পরিবারগুলোর সঙ্গে এক নির্মম বিশ্বাসঘাতকতা।’
আকিফ আব্দুল্লাহ নামে একজনের মন্তব্য, ‘সরকারের ব্যর্থতা অবশ্যই। কিন্তু আপনারাও ব্যর্থতা এড়িয়ে যেতে পারবেন না। আপনাদের সক্ষমতা আছে প্রতিটা শহীদ পরিবারের সমস্যাগুলোর সাথে ডিল করার। কিন্তু আপনাদেরকে নাগালেই পাই না। আপনারা জানেন সমস্যাগুলো, কিন্তু সেগুলো নিয়ে মাথাব্যথা নেই। নিজেদেরকে আগে দোষারোপ করুন।’
আরও পড়ুন: বিএনপির ‘অপকর্মকারীদের’ সতর্ক করলেন সারজিস
এমন আরও প্রায় হাজার দুয়েক মন্তব্য জমা পড়েছে এনসিপি নেতার পোস্টটিতে। তার মধ্যে কিছু নেতিবাচক মন্তব্যও রয়েছে, যেগুলো জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধাদের আক্রমণ করে লেখা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের এক দফা দাবির গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের অন্যতম সারজিস আলম।
বর্তমানে এই জুলাই বিপ্লবী বৈষম্যবিরোধীদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দেশের যেকোনো বিষয় নিয়ে প্রায়ই সোচ্চার হন ফেসবুকে।
এএইচ