images

রাজনীতি

রাষ্ট্র এত সাদাসিধে চলবে কেন: প্রশ্ন সেলিমা রহমানের

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২৫, ০৬:৪৭ পিএম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী ফাতেমা আক্তারের মর্মান্তিক মৃত্যুর পর রাষ্ট্রের নির্লিপ্ত ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের প্রশ্ন, ‘রাষ্ট্র এত সাদাসিধে চলবে কেন?

শনিবার (২৬ জুলাই) নিহত ফাতেমার বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই প্রশ্ন তোলেন। 

সেলিমা রহমান বলেন, ‘নিহত ফাতেমার পরিবারের কষ্টের কথা শুনে আমি অভিভূত। তাদের আক্ষেপে যে কথাগুলো উঠে এসেছে, তা একেবারে সত্য। রাষ্ট্রের অনেক দায়িত্ব ছিল। শিশুদের জীবন শুরু হওয়ার আগেই এভাবে ঝরে যাওয়া মেনে নেওয়া যায় না।’

তিনি প্রশ্ন তোলেন, ‘রাষ্ট্রপ্রধান বা প্রধান উপদেষ্টা কি অন্তত একটি ফোন করে তাদের পাশে দাঁড়াতে পারতেন না?’

সেলিমা রহমান বলেন, ‘এই যে প্রাণ ঝরে গেল- এসব কিশোর-কিশোরী দেশের ভবিষ্যৎ ছিল। অথচ তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় কোনো সহানুভূতি বা আন্তরিকতার প্রকাশ আমরা দেখলাম না। এটা কি রাষ্ট্রের আচরণ হতে পারে?’

এসময় সেলিমা রহমানের সঙ্গে বিএনপির আরও কয়েকজন শীর্ষস্থানীয় নেতা ছিলেন। 

উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় ও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর।

এমআই/এএইচ