images

রাজনীতি

নিহত পাইলট তৌকিরের বাসায় বিএনপির শীর্ষ নেতারা, জানালেন সমবেদনা

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম

উত্তরার মাইলস্টোনে স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিএনপি। 

এ লক্ষ্যে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে অবস্থিত তৌকিরদের বাসায় তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

সাক্ষাৎকালে শোকসন্তপ্ত এই পরিবারের সদস্যদের প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন মির্জা ফখরুল।

BNP2

এসময় বিএনপি মহাসচিবের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক টিমের চিফ কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে নিহত তৌকিরের পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার শ্বশুর এবং স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ অন্যান্য সদস্যরা।

বিইউ/এএইচ