images

রাজনীতি

বায়তুল মোকাররমে চলছে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই ২০২৫, ০৩:৫২ পিএম

রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে (মারকায চত্বর) চলছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব জমায়েত সমাবেশ। 

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা সমাবেশে অংশ নিয়েছেন।

সংগঠনের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি ও যুব সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হবে এই জমায়েত থেকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।

 এএসএল/এএইচ