images

রাজনীতি / সারাদেশ

‘পিআর পদ্ধতির নির্বাচন আমাদের মতো ভঙ্গুর গণতন্ত্রের দেশে সম্ভব না’

জেলা প্রতিনিধি

২৪ জুলাই ২০২৫, ০৯:১৪ পিএম

জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল শামীম কামাল বলেছেন, ‘পিআর পদ্ধতি নিয়ে এতটুকু শুধু বলি, এটা সভ্য ডেমোকেটিড কান্ট্রিতেই সম্ভব, আমাদের মতো ভঙ্গুর গণতন্ত্রের দেশে এই পদ্ধতিতে নির্বাচন সম্ভব না।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, জনতার দলের পক্ষ থেকে লোয়ার হাউস যদি হয়, এখন যেটা সংসদ আছে, সেখানে বর্তমান সিস্টেমটা থাকলে ভালো। যদি আপার হাউস হয়, সেখানে পিআর সিস্টেমটা থাকলে প্রত্যেকটা দলের প্রত্যেকটা গোত্রের হ্যান্ড প্রতিনিধি থাকবে। এরকম একটা ব্যালেন্স নিয়ে টেস্ট অ্যান্ড ট্রাইল নিয়ে কিছুদিন করা যেতে পারে। তারপর দেখা যাবে কী হয়।’ 

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলটির বিভাগীয় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শামীম কামাল।

জনতার দল চেয়ারম্যান বলেন, ‘সংস্কার বিচার ও নির্বাচন এই ত্রয়ো এজেন্ডা নিয়ে সরকার যেটা ঘোষণা করেছে, সেটা সামাল দিতে পারছে না। জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার নিয়ে বড় বড় রাজনৈতিক দলগুলোর কোনো ঐক্যমত পাওয়া যাচ্ছে না, ছোটখাটো বিষয় ছাড়া। জনতার দল মনে করে, সরকার সংস্কার নিয়ে খুব একটা এগুতে পারবে না।’ 

শামীম কামাল বলেন, ‘বিচার একটা দীর্ঘ লম্বা প্রক্রিয়া। এটা অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে না। তবে দুই-একজন শীর্ষস্থানীয় অপরাধী স্বৈরাচারিদের যদি টোকেন বিচার করা যায়, সেটা হতে পারে। এখন সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে নির্বাচন।’

তিনি আরও বলেন, ‘জনগণ অতিষ্ঠ। তারা যন্ত্রণা থেকে মুক্তি চায়। সেই মুক্তির জন্য আপাতত একটা নির্বাচন দিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি পর্যায়ে যেতে পারে। সেটাই হবে সরকারের সর্বোত্তম পন্থা।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- দলের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহাবুবুল আলম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, কর্নেল (অব.) আবুল কালাম মো. জাকি, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. আজম খান, যুগ্ম মহাসচিব মেজর (অব.)  জাকির হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) বদরুল আলম সিদ্দিকী, মুখপাত্র ও মুখ্য সমন্বয়ক মেজর (অব.) ডেল এইচ খান।

এএইচ